মুসলমানরা আজ ইহুদীদের হাতে বন্দী : ইয়াকুব আব্বাসী
ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাসের প্রধান খতিব আল্লামা শায়খ আলীওমর ইয়াকুব আব্বাসী বলেছেন, মুসলমানরা ইসরাইলের হাতে বন্দী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) সব নবীদের নিয়ে এক সঙ্গে মসজিদ আল আকসায়নামায পড়েছেন। সে দিন বেশি দূরে নয়, সেই মসজিদ ইহুদিদের দখল মুক্তহবে। দুনিয়ার সব মুসলমান আল আকসায় নামায আদায় করতে পারবে। তিনিআরো বলেন, পৃথিবীর সব মুসলমান ভাই ভাই। সালমান ফার্সি অন্য দেশেরহলেও হযরত মুহাম্মদ (সা:) তাকে ভাই হিসেবে গ্রহণ করেছেন। আরব আরঅনারবরা একটি পাখির দুটি ডানার মত। আল্লামা শায়খ আব্বাসী আরও বলেন,তাকওয়া ও পরহেজগার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। ধনীগরীর তার কাছে বিবেচ্য বিষয় নয়। আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাসকরেছি তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে, তার নৈকট্য লাভ করতেতাকাওয়া অর্জন করতে হবে। রাসুল (সা:) আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যসবচেয়ে বড় নেয়ামত। তিনি সব ভালো কাজে মুসলমানদের এগিয়ে আসারআহ্বান জানান।গতকাল বৃহস্পতিবার বিকালে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুরইউনিয়নের রঘুনাথপুরে দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার ৪৩তম মহাসম্মেলনেপ্রধান অতিথির বক্তব্যে বিশ্ববরণ্যে এ আলেম এসব কথা বলেন। বিকালসাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে অবতরণ করলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীতাকে অভ্যার্থনা জানাতে ভিড় জমায়। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসারপরিচালক মাওলানা সলাহ উদ্দিন মু. জাহাঙ্গীর। মাহফিলে ফেনী দারুলউলুম মাদরাসার মোহতামিম মাওলানা নুরুল্লাহ মুছাপুরীর সভাপতিত্বেবিশেষ মেহমান ছিলেন ইউ. কে দারুল উলুম বেবী মাদরাসার শাইখুল হাদিসআল্লামা শায়খ মোহাম্মদ বিলাল। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিলাল একাডেমির অধ্যক্ষ ক্বারী মাওলানা আবদুল হাফিজ, ইউ.কে থেকেআগত মাওলানা ফরিদ আহমদ খান। মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেনরঘুনাথপুর দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা হাজী আবদুল জলিল।মাহফিলে মাদরাসা আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় কৃতীশিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

No comments:
Post a Comment