Wednesday, 17 February 2016

মহানবী (সা:) কে নিয়ে আপত্তিকর বই প্রকাশ করায় ব-দ্বীপ প্রকাশনী বন্ধ

মহানবী (সা:) কে নিয়ে আপত্তিকর বই প্রকাশ করায় ব-দ্বীপ প্রকাশনী বন্ধ

 ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিকর বই প্রকাশ করে ইসলাম ধর্মের অবমাননা করার অভিযোগে অমর একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনীর স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। একইসাথে ওই প্রকাশনীর বেশ কয়েকটি বইও জব্দ করেছে। এছাড়া পাইরেটেড বই বিক্রি বন্ধে ‘রঙিন ফুল’ ও ‘নীলপরী’ নামে দুটি স্টলে অভিযান চালিয়েছে কপিরাইট টাস্কফোর্স। পরে প্রকাশনী দুইটির স্টল বন্ধ করে দেওয়া হয়। গতকাল সোমবার বিকেলে ব-দ্বীপ প্রকাশনীতে অভিযান চালিয়ে তাদের স্টলটি বন্ধ করে দেয় পুলিশ। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ১৯১ নং স্টল তাদের। বিতর্কের কেন্দ্রবিন্দু ‘ইসলাম বিতর্ক’ নামক ওই বইটি সম্পাদনা করেছেন শামসুজ্জোহা মানিক। এ সময় স্টলে থাকা বইটির আরো ৬ কপি পুলিশ জব্দ করে। জব্দকৃত বইগুলো হলো- শামসুজ্জোহা মানিক ও শামসুল আলম চঞ্চল রচিত আর্যজন ও সিন্ধু সভ্যতা, এম এ খান অনূদিত জিহাদ : জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, সা ও দাসত্বের উত্তরাধিকার, শামসুজ্জোহা মানিকের ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা, একই লেখকের প্রবন্ধ সংকলন ‘ইসলামে নারীর অবস্থা’ এবং ‘নারী ও ধর্ম’।

জানা যায়, গত কিছুদিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্টলটি নিয়ে লেখালেখি চলছিল। ধর্মীয় উস্কানিমূলক বই ও মহানবী সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছে এমন অভিযোগ তোলা হয় প্রকাশনীটির প্রকাশিত বেশ কয়েককটি বই সম্পর্কে। সেখানে মহানবীর স্ত্রীদের নিয়েও অনেক আপত্তিকর মন্তব্য ছিল। এ নিয়ে প্রশাসনের নজরে আসলে গতকাল অভিযান চালানো হয়। ব-দ্বীপ থেকে প্রকাশিত প্রবন্ধ সংকলন ‘ইসলাম বিতর্ক’ বইটিতে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানার মতো কিছু লেখার প্রমাণও পায় পুলিশ। আরও ব্যাপক অনুসন্ধানের জন্য প্রকাশনী থেকে আরও পাঁচটি বই জব্দ করে পুলিশ। এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানান, পুলিশ আমাদের বলেছে ব-দ্বীপ প্রকাশনীর স্টলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই প্রদর্শিত হচ্ছে। স্টলটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ কারণে প্রকাশনীটির স্টল বন্ধ করা হয়েছে।

 শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক থেকে আমরা জানতে পারি, ব-দ্বীপ প্রকাশনীতে এমন বই প্রদর্শিত হচ্ছে যেগুলোতে ইসলাম ধর্মের অনুভূতি আঘাত করা হচ্ছে। পরে অনুসন্ধানে বিতর্কিত লেখার প্রমাণ পাওয়া গেছে। তিনি আরো জানান, ‘ইসলাম বিতর্ক’ বইটিতে মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর শব্দ পাওয়া গেছে। এ কারণে বইটি জব্দ করা হয়েছে এবং মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে কথা বলে স্টলটি বন্ধ করা হয়েছে। এছাড়া এই প্রকাশনীর অন্যান্য বইগুলোতেও বিতর্কিত লেখা আছে কিনা তা অনুসন্ধান করার জন্য আরো ৫টি বই জব্দ করা হয়েছে। আপত্তিকর কিছু পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।




No comments:

Post a Comment