Thursday, 18 February 2016
আসহাবুল জান্নাত
ইয়ামেনের দাওরান দূর্গের অধিবাসীদের পবিত্র কুরয়ানে আসহাবুল জান্নাত তথা বাগানের মালিক বলা হয়েছে।
এখানে বনী হারাস গোত্র বসবাস করত।মূলত দাওরান একটি উচু পাহাড়ের নাম।এর নাম অনুসারে বনী হারেস গোত্রের দূর্গের নাম রাখা হয়। গোত্রের কয়েকজনের একত্রে ফসলের বাগান ছিল। সেখানে প্রচুর শস্যরাজি উৎপাদিত হত । ফসল কাটার সময়ে গরীব মিসকীন লোকেরা উপস্তিত হলে তাদেরকে ফসল থেকে মালিকেরা দান করত । একদিন তারা একত্রে শলা পরামর্শ করল সকাল হওয়ার আগেই অন্ধকারে ফসল কেটে ঘরে নিয়ে আসবে যাতে কোন গরীব মিসকীন টের না পায় । তাদের মধ্যে একজন বলল তোমরা আল্লাহর অকৃতজ্ঞ হয়োনা । কিন্তু তার কথায় কেউ কর্ণপাত না করে সকলে সিদ্বান্ত নিল যে তারা খুব সকালে ফসল কেটে নিয়ে আসবে । আল্লাহ তায়ালা তাদের এ সিদ্বান্তে অসন্তুস্ট হলেন এবং রাতেই তাদের ফসল ধ্বংস করে বিরান ভুমি বানিয়ে দিলেন ।অতি প্রত্যুষে বাগানের মালিকেরা গোপনে গোপনে বাগানের নিকিট এসে বাগান না দেখে বলাবলি করতে লাগল আমরা হয়ত পথ ভুল করেছি । কিছুক্ষণের মধ্যেই তারা নিশ্চিত হয়ে গেল তাদের ফসল ধ্বংস হয়ে গেছে ।তাদের বুঝতে বাকী ছিল না যে, তাদের এ হীণ চিন্তা ও অকৃতজ্ঞার ফলশ্রুতিতে এরূপ হয়েছে । অবশেষে তারা সকলে আল্লাহর নিকট ক্ষমা চাইলেন । ফলে মহান আল্লাহ তাদের ফসলে বরকত দান করেন
বিস্তারিত জানতে :সূরা কলম;17-33
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment