Saturday, 13 February 2016

হজ্জ ফরয ও তার মর্যাদা

আল্লাহ  বলেন:"যারা এই ঘর (বায়তুল্লাহ)  পর্যন্ত পৌছার সামর্থ্য রাখে তাদেরকে আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ্জ আদায় করতে হবে।আর কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক যে,আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী  নন" (আল ইমরান:৯৭)


হজ্জ সম্পর্কে রাসূল(সা:) এর বানী: আবদুল্লাহ ইবনে  আব্বাস (রা:) থেকে বর্ণিত। তিনি বলেছেন, একদা ফযল রাসূল (সা:) এর পিছনে তার সওয়ারিতে বসা ছিলেন।এ সময় খাজয়াম গোত্রের এক মহিলা আগমন করলে ফযল তার দিকে তাকাচ্ছিল  এবং মহিলাটিও ফযলের দিকে তাকাচ্ছিল। নবী (সা:) বার বার ফযলের মুখ অন্যদিকে ঘুরিয়ে দিতে তাকলেন।মহিলাটি বলল, হে আল্লাহর রাসূল!  আল্লাহ  কর্তৃক  বান্দার উপর  আরোপিত  হজ্জ আমার বৃদ্ব পিতার উপর  ফরয  হয়েছে।তিনি সওয়ারীর ওপর ঠিক হয়ে বসে তাকতে পারেন না।আমি কি তার পক্ষ থেকে হজ্জ আদায় করতে পারি?উত্তরে নবী (সা:) বললেন, হ্যা পার।
এটি ছিল বিদায় হজ্জের সময়কার ঘঠনা। (বুখারী)








No comments:

Post a Comment