Saturday, 13 February 2016

ওসমানী নগরে খুন:নেপথ্যে বোনের সাথে প্রেম

সিলেটের ওসমানীনগরে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আলোচিত জুবায়ের আহমদ জুবের হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

 এ ঘটনায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বোনের সাথে জুবেরের প্রেমের সম্পর্কের কারণে তাকে খুন করা হয় বলে আদালতে স্বীকার করেন আসামি জাবের মিয়া।
বুধবার সন্ধায় জাবের মিয়া সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি জানান, কয়েকজন সহযোগী নিয়ে বেধড়ক মারধর শেষে মাথা ও মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে জুবেরকে খুন করা হয়।


জুবেরকে হত্যার অভিযোগ এনে গত মঙ্গলবার ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই উপজেলার তাজপুর ইউপির ছিলমানপুর গ্রামের ফয়েজ মিয়া।
ওইদিন রাতেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ আসামি থৈ গাঁও গ্রামের জাবের মিয়াকে গ্রেফতার করে।

জাবের জানায়, তার বোনের সাথে জুবেরের প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি জানাজানির পর তার বোনকে বিয়ে করার ব্যাপারে জুবেরকে চাপ দিলে তিনি নানা অজুহাতে কালক্ষেপন করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে কৌশলে জুবেরকে ডেকে এনে সহযোগীদের নিয়ে হত্যা করা হয়।
জাবেরের স্বীকারোক্তি অনুযায়ী, বুধবার রাতে অভিযান চালিয়ে তার সহযোগী চাচাত ভাই সজ্জাদুর রহমান, সিরাজুল ইসলাম মিফতা ও ইয়াওরুল ইসলাম পাবলুকে গ্রেফতার করে পুলিশ ।
প্রসঙ্গত, গত বছরের ২৮ জুন পুলিশ উপজেলার দয়ামীর ইউপির দক্ষিণ রাইকদ্বারা গ্রামস্থ মকছুদ আলীর পুকুর থেকে অজ্ঞাতনামা গলিত একটি লাশ উদ্ধার করে। সোমবার ডিএনএ পরীক্ষায় লাশটি জুবেরের বলে প্রমাণিত হয়। এরপরই মামলা করা হয়।




সূত্র:surmanews
24











No comments:

Post a Comment