Tuesday, 2 February 2016

আল-হাদীস

যাকাতের বর্ণনা:


ইবনে  আব্বাস (রা:) থেকে বর্ণিত।  নবি (সাঃ) মুয়ায (রাঃ) _কে ইমামান দেশে পাঠান এবং  তাকে বলেন, তুমি (প্রথমে) তাদেরকে এ সাক্ষ্য দাতে আহবান  জানেবে যে, আল্লাহ ছাডা আর কোন মাবুদ নেই এবং  আমি (মুহাম্মদ)  আল্লাহর রাসুল।যদি তারা এ কথা মেনে নেয় তবে তাদের বলবে,আল্লাহ  প্রত্যহ  তাদের উপর পাচ ওয়াক্ত নামাজ  ফরয করেছেন।যদি তারা এটাও মেনে নেয় তবে তাদের জানিয়ে দিবে, আল্লাহ তাদের উপর তাদের ধন -সম্পত্তিতে যাকাত ফরয করেছেন।  ঐ যাকাত তাদের মধ্যকার  ধনীদের কাছ থেকে সংগৃহীত হয়ে দরিদ্রদের মাঝে  বন্টিত  হবে।(আল বুখারী)


No comments:

Post a Comment