যুক্তরাষ্ট্রের "আল রহমান মসজিদ" পরিদর্শন . মুসলিম নাগরিকরা ‘আমেরিকার গর্ব’: বারাক ওবামা .
মুসলিম নাগরিকদের ‘আমেরিকার গর্ব’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তাদের নিয়ে রাজনীতি করার যেকোনো ‘ঘৃণ্য তৎপরতা’ শক্ত হাতে মোকাবেলা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।গত বুধবার বাল্টিমোরের ‘আল রহমান মসজিদ’ পরিদর্শনে গিয়ে ওবামা বলেন, “সারা আমেরিকায় আপনারা ‘অহেতুক বিদ্বেষের’ শিকার হচ্ছেন। প্রায়ই আপনাদের দোষারোপ করা হচ্ছে।“আপনাদেরকে নিষিদ্ধ করার মত ভয়ঙ্কর বক্তব্য দেওয়া হচ্ছে। এই মসজিদেও গত বছর দুই দফা আক্রমণ হয়েছে। মুসলমান শিশুদের হুমকি দেওয়া হচ্ছে। হিজাব পরা নারীরা (হামলার) লক্ষ্য হচ্ছেন। দেখতে মুসলমানদের মতো হওয়ায় অনেকে শিখ ধর্মাবলম্বীও হামলার শিকার হচ্ছেন। এটি আমেরিকার মূল্যবোধের সঙ্গে যায় না।” মুসলমানরা প্রায়ই লক্ষ্যবস্ততে পরিণত হচ্ছে।মুসলিমদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার ‘অপচেষ্টা’ চলছে জানিয়ে ওবামা বলেন, “যুক্তরাষ্ট্রের সংবিধান সব মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে।”বিশ্বব্যাপী কিছু মুসলমানের সন্ত্রাসবাদের জন্যে গোটা সম্প্রদায়কে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।প্রেসিডেন্ট হিসেবে ওবামার এটিই প্রথম আমেরিকার কোনো মসজিদ পরিদর্শন।সব আমেরিকানকে ‘এক পরিবারের সদস্য’ উল্লেখ করে ওবামা বলেন, “যদি এদের কেউ নিজেকে দ্বিতীয় শ্রেণির নাগরিক কিংবা অন্য সদস্য দ্বারা আক্রান্ত বলে মনে করেন, তাহলে যুক্তরাষ্ট্রের চেতনা ও মূল্যবোধ ছিন্নভিন্ন হয়ে যায়।”৪৮ মিনিটের বক্তব্যের শুরুতে ওবামা যুক্তরাষ্ট্রের উন্নয়নে মুসলিমদের অবদানের প্রশংসা করেন।তিনি বলেন, “প্রথমেই আমি মুসলিম-আমেরিকানদের দুটো শব্দ বলতে চাই, যা সাধারণত তারা শোনেন না, তা হলো ‘থ্যাংক ইউ’। আপনাদের কমিউনিটির জন্য আপনারা যা করেছেন তার জন্য ধন্যবাদ।“আমাদেরকে প্রতিবেশি হিসেবে গ্রহণ করার জন্য এবং একটি একতাবদ্ধ ও শক্তিশালী আমেরিকান পরিবার গঠনের জন্য আপনাদের ধন্যবাদ। আমরা এজন্য কৃতজ্ঞ।”মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সেকরে মুসলিম আমেরিকানদের ‘অসাধারণ কাজে’র প্রশংসা করেন।ওবামা আরও বলেন, “বিশ্বের ১৬০ কোটি মুসলমানের মধ্যে বৈচিত্র্য আছে, যেমনটা আছে গোটা মানবজাতিতেই। তাদের মধ্যে আরব আছেন, আফ্রিকান আছেন। ছড়িয়ে আছেন দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণপূর্ব এশিয়ায়; আছেন ব্রাজিলে, নাইজেরিয়ায়, বাংলাদেশে, ইন্দোনেশিয়ায়। তাদের অনেকেই সাদা, অনেকেই কালো, বাদামি। এদের অধিকাংশই শান্তির অনুগামী।”মার্কিন প্রেসিডেন্ট বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুসলিমদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।
“আল কায়েদা, আইএসের মতো সন্ত্রাসী সংগঠনগুলো ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। এই সুযোগ দেওয়া যাবে না। মুসলিমদেরকে জোর দিয়ে বলতে হবে, এরা (জঙ্গি গোষ্ঠী) তাদের প্রতিনিধিত্ব করে না।”
ওবামা নাগরিকদের মধ্যে ‘আন্ত:ধর্মীয় সম্প্রীতি আরও জোরদারের’ আহ্বান জানান।এর আগে ওই মসজিদে পৌঁছালে বাল্টিমোর ইসলামিক সোসাইটির নেতা আল রহমান ইসলামিক স্কুলের শিক্ষার্থীরা ওবামাকে স্বাগত জানায়।ওবামা মসজিদ ও আশপাশের স্থাপনা ঘুরে দেখেন এবং ইসলামিক সোসাইটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে ওই মসজিদে প্রায় ২০০ মার্কিন মুসলমান উপস্থিত ছিলেন। ওবামা বিভিন্ন দেশ সফরের সময় মসজিদ পরিদর্শন করেছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে এটাই ছিল যুক্তরাষ্ট্রে প্রথম মসজিদ পরিদর্শন।
সূত্র : আলজাজিরা/বিবিসি/টাইমস অব ইন্ডিয়া

No comments:
Post a Comment