Saturday, 27 February 2016

উহুদ যুদ্ধ :জয় -পরাজয়ের সন্দ্বক্ষণ:

কোরআনে  বর্ণিত গুরুত্বপূর্ণ ঘঠনা সমূহের মধ্যে একটি হলো উহুদ যুদ্ব ।উহুদ যুদ্বে জয়-পরাজয়ের সন্ধিক্ষণ:

Wednesday, 24 February 2016

কবরের আজাব

মহান আল্লাহ রাব্বুল আলামীন এই জমিন সৃষ্টি করেছেন আবার নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর তা ধ্বংস করে দিবেন।

Sunday, 21 February 2016

ইসলামে 'নারীর সম্মান, মর্যাদা ও অধিকার'

ইসলামে 'নারীর সম্মান, মর্যাদা ও অধিকার' বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টি নিয়েপাশ্চাত্য খুবই শোর গোল করছে।

Saturday, 20 February 2016

ইব্রাহীম (আ:) কে আগুনে নিক্ষেপ:

মুসলিম জাতীর পিতা ইব্রাহীম (আ:) ।অনেক সাধনার মাধ্যমে তিনি মহান আল্লাহর পরিচয় লাভ করেন । সত্য দ্বীনের প্রচার  করতে গিয়ে তিনি অনেকগুলো কঠিন কঠিন পরিক্ষার সম্মুখীন হন ।

Thursday, 18 February 2016

আসহাবুল জান্নাত



ইয়ামেনের দাওরান দূর্গের অধিবাসীদের পবিত্র কুরয়ানে আসহাবুল জান্নাত তথা বাগানের মালিক বলা হয়েছে।

Wednesday, 17 February 2016

মহানবী (সা:) কে নিয়ে আপত্তিকর বই প্রকাশ করায় ব-দ্বীপ প্রকাশনী বন্ধ

মহানবী (সা:) কে নিয়ে আপত্তিকর বই প্রকাশ করায় ব-দ্বীপ প্রকাশনী বন্ধ

Tuesday, 16 February 2016

কাওমে লূতের ঘঠনা:

হযরত লূত (আ:)ছিলেন হযরত ইব্রাহিম (আ:) এর ভাতিজা ।

Monday, 15 February 2016

আসহাবুল উখদুদ:গর্তওয়ালাদের ইতিহাস

আসহাবুল উখদুদ:গর্তওয়ালাদের ইতিহাস:

গর্তে আগুন জালিয়ে ঈমানদাদেরকে তার মধ্যে নিক্ষেপ করার একাধিক ঘঠনার বর্ণনা পাওয়া যায়।
এ থেকে জানা যায় এ ধরনের ঘঠনা একাধিক বার ঘটেছে।হযরত সুহাইব রুমী (রা) রাসূল (সা:) থেকে বর্ণনা করেছন, এক বাদশার নিকট একজন যাদুকর ছিল। বৃদ্ধবয়সে সে বাদশাহকে বলল একজন যুবককে আমার কাছে নিয়োগ কর সে আমার কাছ থেকে যাদু শিখে নেবে।কথামত বাদশাহ এক যুবককে নিযুক্ত করল।যুবকটি যাদুকরের নিকট আসা যাওয়ার পথে একজন পাদ্রীর ( সম্ভবত হযরত ঈসা (আ:) এর অনুসারী )সাথে পরিচিত হল। পাদ্রীর কথায় প্রভাবিত হয়ে সে ঈমান আনল। এমনকি তার শিক্ষায় সে অন্ধদের দৃষ্টিশক্তি  ফিরিয়ে দিতে এবং কুষ্ট রোগ নিরাময় করতে লাগল।যুবকটি তাওহীদের প্রতি ঈমান এনেছে শুনে বাদশাহ প্রথমে পাদ্রীককে হত্যা করল।তারপর যুবকটিকে হত্যার জন্য বিভিন্ন অস্ত্র ব্যবহার করেও তাকে হত্যা করতে ব্যর্থ হল।শেষে যুবকটি বলল তুমি আমাকে হত্যা করতে হলে জনসমাবেশে "বিইমি রাব্বিল গোলামী " ( যুবকটি রবের নামে) বাক্য উচ্চারণ করে আমাকে তীর মারো তাতেই আমি মারা যাবো।বাদশাহ তাই করলা । ফলে যুবকটি মারা গেল।ঘঠনা দেখে উপস্তিত লোকেরা চিৎকার করে বলল আমরা এ ছেলেটির রবের প্রতি ঈমান আনলাম। (সুবহানআল্লাহ )
বাদশাহ এতে ক্রুদ্ব হয়ে রাস্তার পাশে গর্ত করে তাতে আগুন জালালো । যারা ঈমান ত্যাগ করতে রাজি হয়নি তাদের সকলকে এই গর্তে নিক্ষেপ করে হত্যা করা হল ।
 [মুসনাদে আহমদ, মুসলিম,নাসাঈ,তিরমিযী] ।

 হযরত আলী [রা:] থেকে আন্য একটা ঘটনা বর্নিত হয়েছে । ইরানের এক বাদশাহ শরাব পান করে নিজের বোনের সাথে ব্যভিচার করে এবং উভয়ের মধ্যে অবৈধ সম্পর্ক স্তাপিত হয় । কথাটি প্রকাশ হয়ে গেলে বাদশাহ জনসমক্ষে ঘোষনা করে দেয় যে, আল্লাহ বোনের সাথে বিবাহ হালাল করে দিয়েছেন । লোকেরা তার কথা মানতে রাজী হয়নি । ফলে সে নানান ধরনের শাস্তি দিয়ে লোকদের একথা মানতে বাধ্য করে ।এমনকি সে অগ্নি কুণ্ড  জ্বালিয়ে যে ব্যক্তি একথা মানতে প্রস্তুত হয়নি তাকে তার মধ্যে নিক্ষেপ করতে থাকে । হযরত আলী বলেন,তখন থেকেই অগ্নি উপাসকদের মধ্যে রক্ত সম্পর্কের আত্বীয়কে বিয়ে করার পদ্বতি প্রচলিত হয়।
(ইবনে জাবির)


ইসলামের ইতিহাসে এই ধরনের বহু ধটনা আছে যা বলে বা লিখে শেষ করা যাবে না । তাই চলুন আমরা মুসলমান হিসাবে ইমান রক্ষার সার্থে মুসলমান দের পক্ষে অবস্তান নেই আর ইসলাম সম্পর্কে বেশি বেশি স্টাডি করি।












Saturday, 13 February 2016

ওসমানী নগরে খুন:নেপথ্যে বোনের সাথে প্রেম

সিলেটের ওসমানীনগরে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আলোচিত জুবায়ের আহমদ জুবের হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

কেমন আছেন আমেরিকান মুসলিমরা ?

কেমন আছেন আমেরিকান মুসলিমরা ?
.
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় এসেছে নানা ইসলামি জঙ্গি গোষ্ঠীর নাম

হজ্জ ফরয ও তার মর্যাদা

আল্লাহ  বলেন:"যারা এই ঘর (বায়তুল্লাহ)  পর্যন্ত পৌছার সামর্থ্য রাখে তাদেরকে আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ্জ আদায় করতে হবে।আর কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক যে,আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী  নন" (আল ইমরান:৯৭)

Friday, 5 February 2016

Thursday, 4 February 2016

যুক্তরাষ্ট্রে মসজিদ পরিদর্শনে:ওবামা

যুক্তরাষ্ট্রের "আল রহমান মসজিদ" পরিদর্শন . মুসলিম নাগরিকরা ‘আমেরিকার গর্ব’: বারাক ওবামা .