তিন যুগে বিভিন্ন ভাবে কোরআন সস্কলিত হয়েছে ।
**রাসূল (সা:) এর যুগ :এ যুগে দুভাবে হয়েছে:
১.মুখস্ত করার মাধ্যমে: হাফেজ কোরআনগনের মধ্যে প্রধানত ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ,সালেম ইবনে মাকাল,মুয়ায ইবনে জাবাল,উবাই ইবনে কা'ব,যায়েদ বিন সাবিত,আবু যায়েদ, আবু দারদা প্রমুখ ।
২.লেখার মাধ্যমে:কাতেবে অহিগনের মধ্যে প্রধানত ছিলেন আলী ইবনে আবু তালেব,মুয়ায ইবনে জাবাল,উবাই ইবনে কাব,যায়েদ বিন সাবিত ও আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) প্রমুখ ।তারা পাথর, খেজুরের ডাল, চামড়া ইত্যাদির ওপর কোরআনের আয়াত লিখে রাখতেন ।
**হযরত আবুবকর (রা:) এর যুগ:
বন্ড নবী মুসায়লামার বিরুদ্বে সংঘটিত ইয়ামামার যুদ্বে অসংখ্য হাফেজ কোরআন শাহাদাত বরন করেন ।এতে কোরআন বিলুপ্তির আশংকায় হযরত উমরের পরামর্শক্রমে খলিফা আবু বকর (রা:) যায়েদ বিন সাবিত এর নেতৃত্বে কোরআন সস্কলন বোর্ড গঠন করেন ।এ বোর্ডের সদস্যগন কঠোর সাধনা করে কওরআনের লিখিত বিভিন্ন অংশকে হাফেজে কোরআনের সাথে সমন্বয় করে একত্র করেন ।যার নাম রাখা হয় মাসহাফে সিদ্দীকী। হযরত আবু বকর এর ইন্তেকালের পরে এ কপিটি হযরত ওমরের নিকট এবং তাঁর ইন্তেকালের পর হযরত হাফসা (রা:) একে সংরক্ষনে রাখেন ।
**হযরত উসমান (রা:) এর যুগ:হযরত উমর (রা:) ও উসমান (রা:) এর খেলাফত কালে ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি ঘটায় আরবের বিভিন্ন অঞ্চলের লোকজন কোরআন মাজিদ কে তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় পাঠ করতে থাকে ।এতে কোরআন বিকৃতির আশংকায় হযরত উসমান (রা:) কোরআনের বিকৃতির অংশগুলো সংগ্রহ করে পুড়িয়ে দেন এবং মাসহাফে সিদ্দীকী এর অনুরুপ সাতটি কপি করে বিভিন্ন অঞ্চলে পাটিয়ে দেন ।অদ্যাবদি কুরআন মাজিদ সে অবয়বেই বিদ্যমান ।এর মধ্যে কোনরুপ পরিবর্তন, পরিবর্ধন হয়নি।
কেননা আল্লাহ বলেছেন''নিশ্চই আমি করেছি,আমিই এর সংরক্ষন করব'' (সূরা হিজর ০৯)
islamic
Tuesday, 8 March 2016
Wednesday, 2 March 2016
উলূমুল কোরআন -আল কোরআনের পরিচয়
আল কোরআনের আভিধানিক অর্থ:কুরআন শব্দটি আরবি,যা ''কারয়ুন'' কিংবা ''কারনুন''শব্দ থেকে উৎপন্ন।
Saturday, 27 February 2016
উহুদ যুদ্ধ :জয় -পরাজয়ের সন্দ্বক্ষণ:
কোরআনে বর্ণিত গুরুত্বপূর্ণ ঘঠনা সমূহের মধ্যে একটি হলো উহুদ যুদ্ব ।উহুদ যুদ্বে জয়-পরাজয়ের সন্ধিক্ষণ:
Wednesday, 24 February 2016
কবরের আজাব
মহান আল্লাহ রাব্বুল আলামীন এই জমিন সৃষ্টি করেছেন আবার নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর তা ধ্বংস করে দিবেন।
Sunday, 21 February 2016
ইসলামে 'নারীর সম্মান, মর্যাদা ও অধিকার'
ইসলামে 'নারীর সম্মান, মর্যাদা ও অধিকার' বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টি নিয়েপাশ্চাত্য খুবই শোর গোল করছে।
Saturday, 20 February 2016
ইব্রাহীম (আ:) কে আগুনে নিক্ষেপ:
মুসলিম জাতীর পিতা ইব্রাহীম (আ:) ।অনেক সাধনার মাধ্যমে তিনি মহান আল্লাহর পরিচয় লাভ করেন । সত্য দ্বীনের প্রচার করতে গিয়ে তিনি অনেকগুলো কঠিন কঠিন পরিক্ষার সম্মুখীন হন ।
Thursday, 18 February 2016
আসহাবুল জান্নাত
ইয়ামেনের দাওরান দূর্গের অধিবাসীদের পবিত্র কুরয়ানে আসহাবুল জান্নাত তথা বাগানের মালিক বলা হয়েছে।
Subscribe to:
Comments (Atom)
