Wednesday, 2 March 2016

উলূমুল কোরআন -আল কোরআনের পরিচয়

আল কোরআনের আভিধানিক অর্থ:কুরআন শব্দটি আরবি,যা ''কারয়ুন'' কিংবা  ''কারনুন''শব্দ থেকে উৎপন্ন।

''কারয়ুন'' শব্দ থেকে আসলে কোরআন শব্দের অর্থ হবে -অধিক পঠিত ।আর ''কারনুন''শব্দ থেকে আসলে কোরআন  শব্দের অর্থ হয়;সর্বাধিক মিলিত ও সং্যুক্ত ।যেহেতু কোরআন মাজিদ সর্বাধিক পঠিত গ্রন্থ এবং এর আয়াত ও অর্থের মাঝে পারস্পরিক মিল ও রয়েছে, তাই তার নাম কোরআন ।


পারিভাষিক অর্থ: মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য জীবরাঈল (আ:) এর মাধ্যমে মুহাম্মদ (সা:) এর উপর নবুয়তের দীর্ঘ  ২৩ বছর ধরে ধারাবাহিকভাবে যে বিধান নাজিল হয় তার সমষ্টি হলো আল কোরআন ।

 আল কোরআনের কয়েকটি নাম:আল কোরআনের আরো কয়েকটি গুনবাচক নাম রয়েছে, তা হলো-১)আল হুদা-পথপদর্শক২)আল কিতাব-গ্রন্থ৩)আল ফুরকান-পার্থক্যকারী৪)আন-নুর - আলো৫)আয-যিকর:উপদেশ৬)কিতাবুম মুবিন-সুস্পষ্ট কিতাব৭)আল কালাম-কথা বার্তা৮)আল হিকমাহ-প্রজ্ঞা ইত্যাদি ।



আয়াতের প্রকারভেদ:

হুকুমের দিক থেকে তিন প্রকার : ১)হালাল ২)হারাম ৩)আমছাল

অর্থের দিক থেকে দুই প্রকার :১)মুহকামাত ২)মুতাশাবিহাত

সূরা সমুহের প্রকারভেদ:সূরা দুই প্রকার১)মাক্কী ২)মাদানী

মাক্কী সূরা:রাসূল (সা:) এর মদীনায় হিযরতের পূর্বে যে সকল সূরা নাযিল হয়েছে,সে গুলোকে মাক্কী সূরা বলে। মাক্কী সূরা ৮৬ টি ।

মাদানী সূরা :রাসূল (সা:) এর মদীনায় হিযরতের পর যে সকল সূরা নাজিল হয়েছে, সেগুলোকে মাদানী সূরা বলা হয় । মাদানী সূরা ২৮ টি


অহি নাযিলের পদ্বতি ৭ টি:১)স্বপ্নযোগে ।২)ঘন্টাধ্বনির ন্যায় ।৩)জিব্রাঈল (আ:) এর নিজস্ব আকৃতিতে  ।৪) জিব্রাঈল (আ:) কর্তৃক মানুষের আকৃতিতে ।৫)ইসরাফিল (আ:) এর মাধ্যমে  ।৬)পর্দার অন্তরাল থেকে ।৭)অন্তকরনে ঢেলে দেওয়া/ইলমের মাধ্যমে   ।

কোরআন সম্পর্কে ধারাবাহিক পোষ্ট করা হবে ইনশাআল্লাহ!








No comments:

Post a Comment